২২ এপ্রিল ১৯৭১ সালে ভোর বেলা পাকিস্তানি বাহিনী এ গ্রামে আক্রমণ করে। এসময় তারা এ গ্রামে আগুন লাগিয়ে দেয়। এদিন মাছদিয়া-মাজপাড়া গ্রামে প্রচণ্ড গুলাগুলি হয়। এতে শত শত মানুষ মারা যায় এবং বহু মানুষ আহত হয়। মানুষ মারার পাশাপাশি চলে তাদের পাশবিক নির্যাতন ও নারী ধর্ষণ। এ দিন বিহারিরা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় মাছদিয়া-মাছপাড়া গ্রামে প্রায় পাঁচশত জনকে হত্যা করে।
At the dawn on 22 April 1971, the Pakistani forces attacked the village. At that time, they set the village on fire. There was heavy ammunition in Masdaiya-Majpara village. Hundreds died and many were injured in this. In addition to killing people, there was brutality and violence against women. On this day, about 500 people were killed in Masdaiya-Machpara with the help of the Biharis.