মজিদ কসাইয়ের বাড়ি নির্যাতন কেন্দ্র
ব্যবসায়ী সখীচরণের বাড়িটা দখল করে মজিদ কসাই সেখানে নরক রচনা করেছিল। মজিদ কসাইয়ের দখল করা এ বাড়িতে নির্যাতনের শিকার একজনের ভাষ্য থেকে জানা যায়- নদীর পাশে ছিল সখীচরণ দেবনাথের এ বাড়িটি। ঐ বাড়িতে মজিদ কসাই মেহেরুন্নেসা মীরাকে নিয়ে যায় এবং তাকে নির্যাতন করে। এরপর মীরাকে নিয়ে দেওয়া হয় ওয়াপদা রেস্ট হাউসে রাজাকার ক্যাম্পে। এভাবে অনেক নারীকে নির্যাতন করা হত এ বাড়িতে। বাড়িটি নদীর পাশে হওয়ায় সংলগ্ন নদীতে রচিত হয়েছিল বধ্যভূমি।
Majid Kasai(butcher)occupied the house of businessman Sakhicharan and turned it a hell . It is known from the narration of one of the victims of torture in the house occupied by Majid Kasai- this house of Sakhicharan Debnath was near the river. Majid took Meherunnesa Meera and tortured her in that house. Meera was then taken to the Razakar camp at Wapda Rest House. Thus, many women were tortured in this house. Since the house was beside the river, the river was used as a mass killing site.