মাছদিয়া-মাজপাড়া গণহত্যা, পাবনা
২২ এপ্রিল ১৯৭১ সালে ভোর বেলা পাকিস্তানি বাহিনী এ গ্রামে আক্রমণ করে। এসময় তারা এ গ্রামে আগুন লাগিয়ে দেয়। এদিন মাছদিয়া-মাজপাড়া গ্রামে প্রচণ্ড গুলাগুলি হয়। এতে শত শত মানুষ মারা যায় এবং বহু মানুষ আহত হয়। মানুষ মারার পাশাপাশি চলে তাদের পাশবিক নির্যাতন ও নারী ধর্ষণ। এ দিন বিহারিরা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় মাছদিয়া-মাছপাড়া গ্রামে প্রায় পাঁচশত জনকে হত্যা করে।