মঙ্গলকোট ব্রিজের কাছে এই বধ্যভূমিতে মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত কত মানুষকে যে হত্যা করা হয়েছে তাঁর সংখ্যা হিসেবে করা সম্ভব না। যুদ্ধকালে কেশবপুর উপজেলা ও বহিরাগত মিলে প্রায় ১০০০ মানুষকে এখানে হত্যা করা হয়েছে।
***
It is not possible to estimate the accurate number of people killed from May to December in this Mass Killing Field near the Mongalkot Bridge. At least 1000 people were killed here during the wartime.