মাগুরা শহরে ঢাকা রোড স্লুইস গেট বধ্যভূমি:
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও রাজাকার আলবদর বাহিনী বিভিন্ন স্থান থেকে অন্তত: ৫০ দিন ব্যাপী মুক্তিকামী নিরীহ বাঙালিকে ধরে এনে নির্যাতন হত্যা করে। জগবন্ধু দত্তের বাড়িতে স্থাপিত নির্যাতন কেন্দ্রে নির্মম নির্যাতন শেষে মাগুরা শহরে ঢাকা রোডে নবগঙ্গা নদীতে নির্মিত স্লুইস গেটের ওপরে এনে হত্যা করে নদীতে ভাসিয়ে দিতো। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসলামী ছাত্র সংঘের স্থানীয় প্রতিনিধি রিজু ও কবির মানুষ হত্যার কাজগুলি করতো। তাদের মানুষ হত্যার পদ্ধতি ছিল নৃশংস নির্মম। মানুষগুলোকে ধরে নিয়ে এসে প্রথমে পিটাতো। পেটানো শেষে আহতদের হাত পা কেটে ভোঁতা ছুরি দিয়ে পুঁচিয়ে পুঁচিয়ে নির্মমভাবে হত্যা করতো। কখনও কখনও ভীত সন্ত্রস্ত্র মানুষগুলোকে স্লুইস গেটের কিনারায় দড়ি বেঁধে ঝুলিয়ে গুলি করে হত্যা করতো।
Dhaka Road Sluice Gate Mass Killing Site, Magura
In 1971, the Pakistani army and Razakar al-Badr forces captured innocent Bangalis from various places and tortured them for at least 50 days. After being brutally tortured at the torture center of Jagbandhu Dutta's house, they were brought to Magura town on Dhaka Road to be killed and floated in the river. According to he eyewitnesses, Rizu and Kabir, the local representatives of the Islamic Chhatra Sangha were involved with these killing. Their manner of killing people was so brutal and horrific.