মাওলানা ভাসানি বিদ্যাপীঠের পূর্বপাশে জমিদার মহীন দাসের বাড়ির পশ্চিমপাশে একটি পুকুর ছিলো।প্রত্যক্ষদর্শী খালিশপুরের বাসিন্দা সৈয়দ আলী হাকিম বলেন -একাত্তরের পুরোটা সময় এই পুকুরে স্বাধীনতাকামী শত শত মানুষকে হত্যা করে ফেলে রাখা হতো।যুদ্ধের পর অনেক মানুষের কঙ্কাল, হাড়, মাথার খুলি, কাপড়- চোপড় পাওয়া যায়।
***
There was a pond located near Maulana Vasani Vidyapith. According to eyewitness, hundreds of Bengali people were killed during 1971.