মাওলানা ভাসানী বিদ্যাপিঠের পূর্বপাশের বাড়িটি ছিলো জমিদার মহীন দাসের বাড়ি। মার্চের পর পরই জমিদার পরিবার বাড়ি ছেড়ে চলে গেলে বাড়িটি গণহত্যার অন্যতম স্থানে পরিণত হয়। এই বাড়ির পশ্চিম পাশে একটি পুকুর ছিলো। একাত্তরে নিরীহ বাঙালিদের ধরে এনে বিহারীরা এখানে হত্যা করে ফেলে দিতো। এর কাছাকাছি ছিলো একটি উঁচু পানির ট্যাংক।
দেশ শত্রুমুক্ত হওয়ার পরে এখান থেকে অসংখ্য নরকঙ্কাল, শাড়ি, লুঙ্গি উদ্ধার করা হয়।
***
The house of Zamindar Mohin Das was at the east of Maulan Vasani Bidyapith. After he left the house in March 1971, this house became one of the main centers of genocide. The Biharis used to kill Bengali people here. After the victory, numerous skulls and dresses (of male and female) were found inside the house.