১৯ আগস্ট ১৯৭১ সালে স্থানীয় সফিউদ্দিনের ছেলে আশরাফুল আলম খান শাহাবাদ হাটে যায়। খবর পেয়ে রাজাকার এরাফ মোল্যার নেতৃত্বে নারায়ণপুর গ্রামের রাজাকার বশির শেখ, রতন শেখ, জব্বার শেখ ও জল্লাদ ওমর মোল্লা সহ কয়েকজন রাজাকার আনুমানিক সন্ধ্যা ৬টার সময় শাহাবাদ হাট থেকে আশরাফুল আলম খানকে ধরে এনে নড়াইল মাইজপাড়া রাস্তার ঘোড়াখালী মোড়স্থ ডুমুরতলার বটগাছ তলায় নৃশংসভাবে নির্যাতনের পর গুলি করে হত্যা করে।
***
On 19th August in 1971, Ashraful Alam, son of Sofiuddin Khan went to Shahabad Haat (bazar). On hearing the news, some Razakars, including Razakar Bashir Sheikh, Ratan Sheikh, Jabbar Sheikh and Jallad Omar Molla, led by Razakar Eraf Molla, took Ashraful Alam Khan from Shahabad Haat at around 6pm and was shot dead after being brutally tortured on Narail Maizpara road.