পাবনা জেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৬ মে বুধবার পাবনা সদর উপজেলার ভাড়ালা গ্রামে এসে উপস্থিত হয়। তাদের আগমনে সাধারণ গ্রামবাসী হতবিহবল হয়ে পরে। যে যেদিকে পারে পালাতে থাকে। পাকিস্তানি হানাদার বাহিনী এসময় আতঙ্কগ্রস্ত কিছু মানুষকে ধরে ফেলে এবং তাদেরকে ভাড়ালা ঐতিহাসিক শাহী মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসে। পাকিস্তানি হানাদার বাহিনী সারা গ্রাম থেকে যাদের ধরে নিয়ে আসেন তাদের মধ্যে থেকে ২৫ জনকে বাছাই করে নিয়ে যায়। তাদের আর কোন দিন খুজে পাওয়া যায়নি।