১৯৭১ সালের ৩ মে পাকিস্তানি হানাদার বাহিনী সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামে হামলা করে। এদিন তারা ঐ গ্রামের প্রায় ২০-৩০টা ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেদিন পাকিস্তানি হানাদার বাহিনী ভবানীপুর গ্রামের প্রায় ২০ জনকে গুলি করে হত্যা করে।
***
On 3rd May, the Pakistani invaders attacked the village of Bhabanipur in Sujanagar upazila. On that day, they set fire about 25-30 houses in that village. They killed about 20 people in the village of Bhabanipur on that day.