মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহায়তার জন্য জামায়াতে ইসলামী নেতা এ কে এম ইউসুফ একাত্তরের মে মাসে এই বাড়িতে ৯৬ জন জামায়াত যুব ক্যাডার নিয়ে রাজাকার বাহিনী গড়ে তোলে। রাজাকার নামটিও তার দেয়া। এটাই একাত্তরের প্রথম রাজাকার ক্যাম্প। পরে ১৯৭১ সালের পহেলা জুন জেনারেল টিক্কা খান পূর্ব পাকিস্তানের রাজাকার অডিন্যান্স-১৯৭১ জারি করে আনসার বাহিনীকে বিলুপ্ত করে রাজাকার বাহিনীতে রূপান্তরিত করেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রনালয় রাজাকার বাহিনীর সদস্যদের পূর্ণাঙ্গ সেনাবাহিনীর সদস্যদের সমান ক্ষমাতা অর্পন করে এক অধ্যাদেশ জারি করে (নং-৪/৮/৫২/৫৩৪ পি এল ১/ক ৩৬৫৯ ডি ব)। এই রাজাকারই মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহযোগী হিসাবে মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে হত্যা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতা বিরোধী অপরাধ করে।
খুলনা নগরীর ‘ভূতের বাড়ি’ হিসেবে পরিচিত বর্তমান আনসার ক্যাম্পের পুরানো বাড়িটিতে মুক্তিযুদ্ধকালে দেশের প্রথম রাজাকার ক্যাম্পছিল। তার পরিচিতি ফলক স্থাপন করেন ট্রাষ্টি সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন সঙ্গে ছিলেন ট্রাষ্টি সম্পাদক ডা. শেখ বাহারুল আলম। তারিখ ২৯ অক্টোবর ২০১৫।
***
In 1971, Jamayet Islam leader A K M Yusuf built a troop (Razakar Bahini) consist of 96 young cadre to assist the Pakistani force on this house. He is the founder of the name “Razakar” and this is the first Razakar camp of 1971. These Razakars helped the Pakistani Army in killing, torturing, looting and burning, and also participated in many others crime against humanity.
“Vhooter Bari” in Khulna was the first Razakar camp in the country in 1971. Trusty-Chairperson Dr. Muntassir Mamoon along with Trusty-Secretary Dr. Baharul Alam established a sign board in this place on 29th October 2015.