ভাঙ্গা থানার পাশে তহশিল অফিস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা ভাঙ্গা থানায় বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা সন্দেহে সাধারন বাঙালিদের ধরে এনে হত্যা করে ভাঙ্গা তাহশিল অফিসের পাশে ফেলে রাখে। স্বাধীনতার পরে ভাঙ্গা তহশিল অফিসের পাশে কিছু কঙ্কাল পাওয়া যায়। পরে স্থানীয় জনগণ কঙ্কালগুলোকে তহশিল অফিসের পাশে মাটি চাঁপা দিয়ে রাখেন। ভাঙ্গা তহশিল অফিস গণত্যায় শহিদদের মধ্যে মাহতার উদ্দিন লস্কর, ডা. শাহজাহান মুন্সী এবং নাসির উদ্দিনের নাম জানা গেলেও বাকি শহিদের নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
The Tehsil office was next to the Bhanga police station. During the war of liberation, the Pakistani army captured and killed ordinary Bengalis on suspicion of being freedom fighters from different places in Bhanga police station and left them beside the Bhanga tehsil office. Some skeletons were found next to the broken tehsil office after independence. Later, the local people buried the skeletons next to the tehsil office. Mahtar Uddin Lashkar among the martyrs of the broken tehsil office count said. Although the names of Shahjahan Munshi and Nasir Uddin were known, the names of the remaining martyrs could not be ascertained.