১৮ এপ্রিল যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী সকাল ৮টার দিকে প্রবেশ করে। গ্রামের দুদিক দিয়ে তারা সাধারণ নিরীহ গ্রামবাসীদের আটক করে নিয়ে যায় পশ্চিম দিকে কামারবাড়ি জঙ্গলের কাছে। জনমানবহীন ঐ জঙ্গলের মধ্যে নিয়ে তাদের কাছে প্রশ্ন করা হয় তোমরা বাঙালি না বিহারি ? আটককৃতদের কেউ কেউ বলে আমরা মুসলমান। তখনই শুরু হয় নির্মম মারধর ও নির্যাতন। পাকিস্তানি সেনারা বলতে থাকে বাঙালি মুসলমান হয় না। এরপর একজন মেজরের নির্দেশে সেনারা নির্মম গণহত্যা ঘটায়। কিছুক্ষণ পরে সবাই মারা গেছে কিনা তা নিশ্চিত করার জন্য পুনরায় গুলি চালায়। এখানে কমপক্ষে ৫০ জনকে হত্যা করা হয়। এই গণহত্যায় শহিদদের স্মরণে যশোর-মাগুরা মহাসড়কের পাশে বাহাদুরপুর বাজারে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।
***
On 18th April, the Pakistani army entered Bahadurpur village of Noapara Union, Jessore Sadar Upazila at around 8 am. They captured the innocent villagers and bring them on Kamarbari jungle. The Pakistani army interrogated them whether they are Bengali or Bihari. Some of them said they are Muslims and Pakistani Army started torturing brutally. Then at the behest of a Major, soldiers perpetrated genocide. They shot again to confirm the death. At least 50 people were killed here.