পাবনা জেলার বেড়া থানার বৃশালিকা গ্রামের শহীদ সোরহাব আলী প্রামাণিক পিতা মৃত নয়ন উদ্দিন প্রামাণিক সাং বৃশালিকা, থানা বেড়া, জেলা পাবনা। একাত্তরের ১৪ আগস্ট তিনি ও তার ছেলে আঃ সেলিম লতিফ এবং ভাতিজা আলাউদ্দিন ভারতে চলে যান। তার ছেলে ও ভাতিজা সামরিক ট্রেনিং নিলেও তিনি কোন প্রকার ট্রেনিং গ্রহণ করেননি। ২/১২/৭১ তারিখ বিকেলে ভারত হতে বাড়িতে আসার খবর পেয়ে মতিউর রহমান নিজামী বিষয়টি পাকিস্তানী সেনাবাহিনীকে অবহিত করে। বৃশালিকা গ্রামটি ঘিরে তাকে ভোর সাড়ে ৫টায় ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এর আগে তার ওপর নির্যাতন করা হয়।
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়ের মাত্র কয়েকদিন আগে নিজামীর নির্দেশে পাকিস্তানী সেনাবাহিনী বেড়া থানার বৃশালিকা গ্রাম ঘেরাও করে প্রায় ৭০ জনকে গুলি করে হত্যা করে।
***
Shahid Sorhab Ali Pramanik lived on Barsharika village of Bara thana in Pabna district. Along with his son Selim Latif and nephew Alauddin, he left for India on August 14, in 1971. Although, his son and nephew took military training, but he did not. Nizami informed the Pakistani army about the news of his arrival from India on the afternoon of 2/12/1971. He was brutally tortured and killed at 5:30 in the morning by the Pakistani army.
On December 13, just a few days before the victory, the Pakistani army surrounded the village of Barshalika at Bera thana and killed about 70 people.