বালিয়াডাঙ্গায় যুদ্ধে মুক্তিযোদ্ধাদের গুলি শেষ হয়ে গিয়েছিল। পাকিস্তানীরা আল্লাহু আকবর বলে সরাসরি মুক্তিযোদ্ধাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এরপর পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী যোদ্ধারা হাতাহাতি লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এই যুদ্ধে অসংখ্য মুক্তিযোদ্ধা নিহত হয়। তাদের স্মরণে নির্মিত হয় নিন্মের ফলকটি।
এই যুদ্ধে বহুলোক শহীদ হয়েছিলেন। কিন্তু সকলের নাম জানা সম্ভব হয়নি। সে কারণে ফলকে সকলের নাম লেখা হয়নি।
***
In Baliaadanga, freedom fighters were run out of bullets. The Pakistani Army attacked directly on the freedom fighters, saying “Allah Akbar”. Even then, the freedom fighters fought against the Pakistani army in a hand-to-hand fight. Here, numerous freedom fighters became martyr. The monument has been built in the remembrance of them.
Many were martyred in this genocide. But not everyone's name could be known. Because of that, not everyone's name was written on the monument.