বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ‘গোলাপবাগ’ নামের বাড়িটির পেছনে ছিল রাজাকার ও শান্তিকমিটির প্রধান অফিস। আর স্কুলের সামনে বর্তমানে যেখানে ‘তালেব প্লাজা’ নামের বড় একটি শপিং সেন্টার হয়েছে, তার পেছনে ছিল রাজাকারদের টর্চার সেন্টার। এই দুই জায়গায় শান্তিকমিটির সেক্রেটারি তবিবার খাঁর (স্থানীয় নাম তবি খাঁ) নির্দেশে চলতো অত্যাচার ও নির্যাতন। নির্যাতনের পর হত্যা করে তাদের বুরুজবাগান স্কুলের পেছনে কবর দিয়ে রাখা হতো। মুক্তিযুদ্ধকালে এখানে কমপক্ষে হাজার খানেক মানুষকে হত্যা করা হয়েছে।
***
The head office of the Razakar and Shanti Committee of this area was located behind the house named 'Golapbag', next to Burujbagan Secondary School. Many people were tortured under the direction of the secretary of the peace committee, Tabibar Khan (Tabi Khan). After being tortured, they were killed and buried in the backyard of Burujbagan School. During the Liberation War, at least thousands of people have been exterminated here.