খালিশপুর ও দৌলতপুর সংলগ্ন ভৈরব নদীর অপর তীরে দিঘলিয়া থানার বারাকপুর গ্রামের রবিকান্ত বিশ্বাস ও ডাঃ হরিহর রায়ের পরিত্যক্ত বাড়িতে শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে রাজাকার ক্যাম্প স্থাপিত হয়। এ প্রতিষ্ঠার পর রাজাকাররা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। স্থানীয় দালালরা তাদের সহযোগিতা করত। এরা এপ্রিল মাসের শেষ দিকে নিকেরী পাড়া [জেলে পাড়া] মসজিদের পাশে ১০-১১ জন নিরীহ লোককে হত্যা করে। এর মধ্যে কয়েক জন মুক্তিযোদ্ধাও আছে। পরে স্থানীয় লোকজন তাদের মসজিদের পাশে কবর দেয়।
***
A Razakar camp had been established by Razakar Sharif Anowar Hossen on an abandoned house of Rabikanta Biswas and Dr Horihor Roy of Barakpur village, besides Daulotpur and Khalispur. Some local brokers joined with the Razakars. At the end of April, they had killed nearly 10/11 people at Nikeripara. There were freedom fighters among the victims. Later the local people had buried them besides a Masque.