বেনোয়ালি গ্রামে যশোর-বেনাপোল রোডের পাশে পাকিস্তানি সেনারা ক্যাম্প স্থাপন করে এবংসেখানে একটি চেকপোস্ট বসায়। রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহন গেলে সেখানে যাত্রীদের নামিয়ে তল্লাশী করা হতো। তবে পাকিস্তানি সেনাদের এই ক্যাম্পটিতে পাহারা দিতো রাজাকাররা। মাঝে মাঝে পাঞ্জাবি সেনারা সেখানে আসতো। ঐ ক্যাম্পে রাজাকাররা তাদের ইচ্ছেমত লোকজন ধরে এনে নির্যাতন করতো। শিমুলিয়া খ্রিস্টান মিশনের ফাদার কভ ও একজন মেম গাড়িতে করে যশোর থেকে শিমুলিয়া মিশনে যাচ্ছিলেন। রাজাকাররা বেনোয়ালিতে ঐ গাড়ি দাঁড় করিয়ে মেমকে নামিয়ে নেয়। তারা মেমকে তাদের ক্যাম্পে আটকে রাখে। ফাদার তখন দ্রত যশোরে গিয়ে সেনা কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। ঐ কর্মকর্তা নিজেই তখন বেনোয়ালিতে গিয়ে রাজাকারদের মারধোর করেন এবং মেমকে ফাদারের কাছে হস্তান্তর করেন। রাজাকাররা মেমকে ধর্ষণ না করলেও তাকে নানাভাবে লাঞ্চিত করে।
***
Pakistani army set up a camp and a check post beside Jessore-Benapole Road in Benowali village. Later they set a checkpoint there. They used to search the passengers of the vehicles crossed the road. Razakars guarded this camp of the Pakistani army and tortured people here. Punjabi army used to come here occasionally. Father Cove of Shimulia Christian Mission and a lady were travelling from Jessore to Shimulia Mission by car. The Razakars stopped the car at Benowali and took the lady and imprisoned her in the camp. Then, Father went to Jessore and complained it to the army officers. The officer himself went to Benowali, beat the Razakars and handed over the lady to the Father. Even though the Razakars did not rape the lady, but abused her in various ways.