বিনোদপুর স্কুল নির্যাতন কেন্দ্র
মহাম্মদপুর উপজেলায় যাওয়ার প্রধান সড়কের ওপরে বিনোদপুর উচ্চবিদ্যালয় অবস্থিত। আকবর বাহিনীর প্রবল প্রতিরোধের কারণে মহাম্মদপুর এবং শ্রীপুর উপজেলায় পাকিস্তানি সেনা ও রাজাকার বাহিনী খুব বেশি নির্যাতন কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারেনি। এইজন্য বিনোদপুর উচ্চবিদ্যালয় ক্যাম্পটি রাজাকারদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। মহাম্মদপুর ও শ্রীপুর উপজেলা থেকে পাকিস্তানি সেনা, রেঞ্জার বাহিনী ও রাজাকার আলবদর বাহিনী মুক্তিকামী নিরীহ জনতাকে ধরে নিয়ে এসে উন্মত্ত উল্লাসে ফেটে পড়তো। নির্মম পৈশাচিক নির্যাতন করে হত্যা করতো। মুকুল নামে এক আহত ব্যক্তিকে ধরে এনে বুকের ওপর বুট জুতার পাড়া দিয়ে বার বার বলেছে, পাকিস্তান জিন্দাবাদ বলো, কিন্তু মুকুল ততবারই বলেছে জয় বাংলা। একপর্যায়ে তাকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। বিনোদপুর বাসী তার ভাষ্কর্য নির্মাণ করে বিনোদপুর চৌরাস্তায় স্থাপন করেছে।
Binodpur High School Torture Center, Magura
Binodpur High School is located on the main road leading to Mohammadpur Upazila. Due to the strong resistance of the Akbar forces, the Pakistani army and Razakar forces could not establish much torture centers in Mohammadpur and Sreepur upazilas. This is why Binodpur High School Camp was important to the razakars. The Pakistani army, ranger forces and al-Badr forces use to take innocent people from Mohammadpur and Sreepur upazilas and burst into laugh. Brutal devil used to torture and kill. The victims were killed brutally. They had killed an injured named Mukul inhumanly. The people of Binodpur placed a statue of him at the Binodpur intersection.