বিনোদপুর বধ্যভূমি:
মহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ‘বিনোদপুর চৌরাস্তা বাজারে’ অবস্থিত ‘বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে’ পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার আলবদর বাহিনী ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র প্রতিষ্ঠা করে। মহাম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিরীহ জনগণকে ধরে এনে এখানে নির্যাতন করা হতো। বিদ্যালয় এবং এর আশেপাশে অন্তত ৫টি গণহত্যা অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের অপরদিকে মধুমতি নদীর পাড়ে কয়েকজনকে একসাথে সার বেঁধে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। তাদের মধ্যে দুজনের নাম জানা যায়। তারা হলেন: নিমাই এবং নির্মল।
Binodpur School Torture Centre, Magura
The Pakistani army and Razakar Al-Badr forces established camps and torture centers at Binodpur High School located at Binodpur Bazar in Mohammadpur Upazila. Innocent people from different places of Mohammadpur were captured and tortured here. At least 5 genocides were perpetrated in and around the school. On the other side of the school, some people were tied up and shot at the bank of Madhumati River. Among them 2 of the names are known, they are: Nimai and Nirmal