বুনাগতি বাজার প্রাঙ্গন বধ্যভূমি
১৯৭১ সালের আগস্ট মাসে শালিখা থানার বুনাগাতি বাজারে (বর্তমান হাসপাতালের পাশে) পাকিস্তান হানাদার বাহিনী ও রাজাকার আলবদর বাহিনী ক্যাম্প প্রতিষ্ঠা করে। রাজাকাররা প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অগণিত মানুষ ধরে নিয়ে এসে বুনাগাতি বাজারের ক্যাম্পে হত্যা করে চিত্রা নদীতে ভাসিয়ে দিত। ছাবড়ির চৈতন্য বিশাসের পিতাকে পানিতে ডুবিয়ে হত্যা করে এবং ৬ যুবককে চোধ বেঁধে গুলি করে হত্যা করে। বুনাগাতিতে ক্যাম্প প্রতিষ্ঠার পর তারাপদ মাস্টারের ৬ ভাইপোকে রাজাকাররা বুনাগাতি বাজারে এনে গুলি করে হত্যা করে। রাজাকাররা মুক্তিযোদ্ধা আয়ুব, বাচ্চু, কাতলীর শাহ আলমকেও এখানে এনে হত্যা করে।’ পরে এসব লাশ হাসপাতালের পাশের বধ্যভূমিতে ভাসিয়ে দেয়।
Bunagati Market Premises Mass Killing Site, Magura
On August of 1971, the Pakistani invaders and the Razakar Al-Badr forces established camps at Bunagati Bazar (beside present hospital) of Shalikha police station. Every day, they use to take countless people from different areas and killed them at the camp of Bunagati market and floated in Chitra River. They had killed his Chaitnya Biswas’s father by drowning him in the water and shot 6 young men. 6 nephews of Tarapado became martyred here. The Razakars also brought freedom fighter Ayub, Bachchu, Shah Alam.