বুনাগাতি বাজার ক্যাম্প নির্যাতন কেন্দ্র
বুনাগাতি বাজারে ক্যাম্প স্থাপন করার পর আশপাশের গ্রাম থেকে মানুষ ধরে নিয়ে এসে নির্যাতন করেছে। গ্রামের ঘরবাড়ি লুটপাট করেছে। প্রাণের ভয়ে মানুষ জন বাড়ি থেকে চলে গেছে। খালি বাড়িতে যা পেয়েছে লুট করে নিয়েছে ও আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। বুনাগাতির পাশে নরপতি গ্রামে আক্রমণ শেষে লুটপাট করে। ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। উক্ত গ্রামে ৮৫ বছরের একজন বৃদ্ধ ভগবান সাধুকে বুকে গুলি করে, গুলি করার সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেন।
Bunagati Market Camp, Magura
After setting up camp at Bunagati Bazaar, people from surrounding villages were taken here and tortured. The houses were looted and burnt. The villagers left their homes in fear of lives. They had also looted and burnt Narapati village. They shot an 85 year old person name Bhagaban Shadhu and he died on the spot.