ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের একটি প্রসিদ্ধ গ্রাম হলো গোপালনগর। ১৯৭১ সালের ২০ আগস্ট রাতে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার বাহিনী গোপালনগর গ্রাম ঘিরে ফেলে। শেষ রাতের দিকে মতান্তরে সকালে এই গ্রামের নিরীহ অনেক মানুষকে ধরে এনে গ্রামের কালীবাড়ির আটচালায় জড়ো করা হয়। সকালে এদের সবাইকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এসময় মারা যান ধীরেন সরকার, কাসেম মোল্লা, ভৈরব কর্মকার ও এনতাজ সরকারসহ আরও অনেকে। ঐদিন বেলা ১১-১২টার মধ্যে গোপালনগর ও তার পার্শবর্তী গ্রাম থেকে ধরে আনা লোকজনকে সারিবদ্ধভাবে দাড় করিয়ে মেশিনগান দিয়ে গুলি করে সবাইকে ঝাঁজরা করে ফেলে। একইদিন পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালায় পার্শবর্তী বনওয়ারীনগর হাট ও ঘরবাড়িতে।
***
Gopalnagar is a prominent village of Banwarinagar union of Faridpur upazila. On the night of August 20, the Pakistani army and their allies raided the village. At the end of the night, they arrested the innocent people of the village and gathered them at Kalibari Atchala. In the morning, they were all shot dead. Dhiren Sarkar, Kasem Mollah, Bhairab Karmokar and many others were killed. Around 11-12 pm , the people who were taken from Gopalnagar and neighboring villages were killed brutally.