মুক্তিযুদ্ধের সময়ের বটিয়াঘাটা থানা ভবন বর্তমানে কাজী-বাছা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঐ থানা ভবনটি ছিল এই এলাকার অন্যতম নির্যাতন কেন্দ্র। রাজাকারদের পাশাপাশি থানার পুলিশরা সাধারণ মানুষ, বিশেষ করে শরণার্থী হিসেবে যারা ভারতে যেতো তাদের ধরে এনে সর্বস্ব কেড়ে নিয়ে নির্মম নির্যাতন করতো।এই থানার নির্মম নির্যাতনের খবর পেয়ে মুক্তিযোদ্ধারা থানা আক্রমণ করে এবং সেখানে প্রায় ১৮/১৯ জন পুলিশ নিহত হয়।
***
In 1971, Razakars set up their camp and torture center in Bhatighata Police Station Building. The building has disappeared now due to river erosion. People, specially refugees who were going to India, were abducted from different regions, looted and then tortured in this center.