যশোর-খুলনা মহাসড়কের বেজেরডাঙ্গায় রাজাকাররা আরও একটি বধ্যভূমি গড়ে তোলে। বাজারের পাশে এই রোডের পুলের (কালভার্ট) উপর মাঝে-মধ্যে রাজাকাররা নিরীহ নিরপরাধ মানুষকে ধরে এনে হত্যা করতো। তারপর লাশগুলো পুলের নিচে পানিতে ভাসিয়ে দিতো। এই বধ্যভূমিতে প্রায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। যাদের নাম জানা যায় তারা হলেন- মূক সরদার, মকবুল সরদার, আবু সরদার, মোসলেম সরদার, শিরিষ ব্যানার্জী। বধ্যভূমি হিসেবে জায়গাটি এখনো চিহ্নিত করে কোন স্মৃতিফলক স্থাপন করা হয়নি।
***
The Razakars had built another Mass-Killing site at Bezardanga on the Jessore-Khulna highway. Occasionally, Razakars used to exterminate innocent people over the bridge (culvert) of this road, beside the market. About 2 hundred people have been killed here. No memorial has yet been established as to recognize this mass killing site.