যশোর-খুলনা মহাসড়কের বেজেরডাঙ্গায় রাজাকাররা আর একটি বধ্যভূমি গড়ে তোলে। বাজারের পাশে এই রোডের পুলের (কালভার্ট) উপর মাঝে মধ্যে রাজাকাররা নিরীহ নিরপরাধ মানুষকে ধরে এনে হত্যা করতো। তারপর লাশগুলো পুলের নিচে পানিতে ভাসিয়ে দিতো। এই বধ্যভূমিতে প্রায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে।
***
The Razakars made Bejerdanga, on Jessore-Khulna Road, another mass killing site. The Razakars used to kill innocent Bengalis on this culvert. Then they threw away the bodies on the water of lake. Nearly 2 hundred people had killed in this genocide.