বাজুখালী গ্রাম গণহত্যা:ঝিনাইদহ
পাকিস্তানি হানাদার বাহিনী দুধসর গ্রামে গণহত্যা চালানোর পর বাজুখালী গ্রামে প্রবেশ করে। পাকিস্তানি সেনারাগ্রামের নিরীহ মানুষগুলোকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এসে লাইনে দাঁড় করিয়ে দেয়। তারপর ব্রাশ ফায়ার করে। এই ব্রাশ ফায়ারে নিহত হয় ৫০ জনের বেশি।