বাঘইল গণহত্যা, পাবনা
১৯৭১ সালের ২৩ এপ্রিল। এদিন বাঘাইলের মানুষের জীবনে নেমে আসে হায়েনার হিংস্র আঘাত। বাঘাইলে গণহত্যা পাকিস্তানি সেনাদের সহায়তা করেছিলো স্থানীয় বিহারিরা। বাঘাইলে ঢুকে নারী-পুরুষ-শিশুসহ যাকে সামনে পেয়েছিলো তাকেই ধরে আনে। প্রথমেই সব পুরুষদের উলঙ্গ করে পরীক্ষা করে তারা হিন্দু না মুসলমান। এরপর সবাইকে কলমা পড়িয়ে তওবা করানো হয়। তারপরেও তারা সকলকে লাইন ধরে দাড় করিয়ে ধ্বংসলীলাই মেতে ওঠে। মুহুর্মুহু গুলি করতে থাকে তারা। ১৪২ এসময় প্রায় ২৩ জন নারী-পুরুষ-শিশু হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে শহিদ হন আর ৬ জন গুলিবিদ্ধ হয়ে বেচে যান। যারা শহিদ হন তাদের ২০জনকে একস্থানে গণকবর দেওয়া হয়।