বগী বধ্যভূমি
২১ অক্টোবর পাকিস্তানী হানাদার বাহিনী বলেশ্বর নদীতে আসা গানবোট থেকে ঐ এলাকায় উঠে গ্রামে লুটপাট অগ্নি সংযোগ, নারী ধর্ষণের নারকীয় ঘটনা ঘটায়। জমিতে কর্মরত কয়েকজন কৃষক এবং আরও বেশ কয়েকজন নিরীহ মানুষকে হত্যা করে পকিস্তানী বাহিনী। জায়গাটি বধ্যভূমি হিসেবে চিহ্নিত হয়েছে।
On 21st October, the Pakistani aggressors boarded a gunboat on the Baleshwar river and looted the village, setting it on fire and raped women. The Pakistani forces killed several farmers and several other innocent people who were working on the field. The place has been identified as a mass killing site.