মে মাসের শেষ ভাগে ছিয়ানব্বই গ্রাম থেকে আগত কয়েক হাজার শরর্ণাথী কলারোয়া থানার কসিমত ইলশিপুর গ্রামরে উপর দিয়ে ভারত যাচ্ছিল। ঐ সময় র্পাশ্বর্বতী বাগআঁচড়া বাজার থেকে রাজাকার আব্দুর রশিদ এর নেতৃত্বে পাকসেনা ও রাজাকারদের একটি দল এসে ঐ বিশাল শরর্ণাথীদরে ঘেরাও করে ফেলে। অতঃপর ঐ শরর্ণাথীদরে সমস্ত মালামাল লুটসহ তাদের উপর নির্বিচারে গুলি র্বষণ করলে শিশুসহ অনেকেইে নিহত এবং র্অধশত আহত হয়। ভীত-সস্ত্রস্ত শরর্ণাথীরা ইলশিপুর, র্পূবকোটা, পশ্চমিকোটা, ভীখালীসহ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। সেই দিনের ঐ বভিৎস দৃশ্য আজও ঐসব এলাকার প্রত্যক্ষর্দশীরা ভুলতে পারেনি।
***
At the end of May, thousands of refugees, who came from Chianabboi village, were moving towards India crossing over Kasimat Ilshipur village of Kolaroa Thana. At that time a group of Pakistani armies and Razakars led by Razakar Abdur Rashid came and surrounded the refugees. Then, the Pakistani Army looted and fired indiscriminately upon them, whereas many people, including children, were killed and injured.