সাতক্ষীরা শহর থেকে দক্ষিণের গ্রামগুলোতে আসার একমাত্র রাস্তা বাঁকাল ব্রিজ। এই রাস্তা দিয়ে যারা আসতো প্রত্যেককে ক্যাম্পে ডেকে নিয়ে যাওয়া হতো। এদের মধ্যে যারা উর্দ্দু বলতে পারত তাদেরকে ছেড়ে দেওয়া হতো, বাকিদের হত্যা করা হতো। আর হিন্দু সম্প্রদায়ের লোক পেলে বিনা দ্বিধায় হত্যা করা হতো।
***
Bakal Bridge is the only path between Satkhira and other southern villages. In 1971, the Pakistani army used to abduct people from that bridge and imprisoned them on the camp. Among them who could speak Urdu got mercy and the rest of them got killed.