যশোর শহরের বকচর বধ্যভূমিতে শহিদ হন অসংখ্য স্বাধীনতাকামী বাঙালি। পাকিস্তানি সেনাবাহিনী ও বিহারিরা সম্মিলিতভাবে এই গণহত্যা চালায়। বাঙালিদের ধরে এনে ২৯ মার্চ হত্যা করে সেইসব লাশ পাশে নটবর বাবুর বাঁশ বাগানে গণকবর দেয় হয়। এই বধ্যভূমিতে নিহত শহিদদের স্মরণে যশোর খুলনা সড়কের পাশে স্মৃতি ফলক স্থাপন করা হলেও ঐ গণকবরটি চিহ্নিত ও সংরক্ষণের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
***
A huge number of Bengalis had been martyred on this genocide. Pakistani Military Force and Biharis jointly perpetrated this genocide. They captured many Bengalis and killed them on 29th March. The dead bodies were buried in the garden of Notor Babu. There is a memorial beside Jessore- Khulna road to reminisce the martyrs of this genocide.