বাউশগারি গ্রাম বধ্যভুমি, পাবনা
১৪ মে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী মতিউর রহমান নিজামি ও স্থানীয় পাকিস্তানি খোজদাতা আসাদ এর সহায়তায় সাথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামে আসেন। এখানে তারা ঐ দিন প্রায় ৩০০-৩৫০ জন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। স্থানীয় লোকজন সকল শহিদদের সৎকারের ব্যবস্থা করেন।
The Pakistani invaders came to Baushgari village in Sathia Upazila with the help of Matiur Rahman Nizami and local Pakistani allies Asad on 14 May 1971. Here they killed about 300-350 innocent people that day. The local people arranged for the funeral of all the martyrs.