১৪ মে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী মতিউর রহমান নিজামি ও স্থানীয় পাকিস্তানি তথ্যসরবরাহকারী আসাদ এর সহায়তায় সাথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামে আসেন। এখানে তারা ঐ দিন প্রায় ৩০০-৩৫০ জন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। একইদিন পাকিস্তানি হানাদার বাহিনী ৩০-৪০ জন নারীকে অমানুষিক নির্যাতন ও ধর্ষণ করে।
***
On 14th May in 1971, the Pakistani army arrived at Bausgari village in Santhia upazila with the help of Motiur Rahman Nizami and local Pakistani informer Asad. Here they killed around 300-305 innocent people on that day. On the same day, the Pakistani army inhumanly tortured and raped 30-40 women.