তৎকালীন ফুলতলা থানার সার্কেল অফিসার (সি ও) এর ভাগ্নে মামুন-অর-রশিদ খুলনা-যশোর মহাসড়ক দিয়ে যাওয়া পাকিস্তানি সেনাবাহিনীর উপর বন্দুক দিয়ে গুলি চালায়। সে সময় পাকিস্তানি সেনারা সার্কেল অফিসারের বাসভবনে প্রবেশ করে চিলেকোঠার ছাদে উঠে মামুন-অর-রশিদকে গুলি করে হত্যা করে। ঐ মুক্তিযোদ্ধা ছাড়াও আরো সাতজন বস্তিবাসীকে তারা হত্যা করে। তাঁরা হলেন- কানাই, ভুতো, মহিউদ্দীন হাওলাদার, আদম, আসাদ, কুব্বাতের আব্বা ও একজন অজ্ঞাত।
এ জায়গাটি এখনো অচিহ্নিত অবস্থায় আছে এবং এখানে কোন স্মৃতিস্তম্ভ বা ফলক নেই।
***
Freedom fighter Mamun-Ur-Rashid, nephew of CO of Fultola thana on that time, fired on Pakistani army on Jessore highway road. The Pakistani army entered into CO Officer’s home and fired Mamun- Ur-Rasid from attic. They also killed 7 locals along with Mamun-Ur-Rashid. This killing place is still unmarked and there is no memorial to reminisce.