একাত্তরের ২৭ মার্চ যশোর থেকে খুলনার দিকে আগত পাকিস্তানি সেনাবাহিনী বেজেরডাঙ্গায় জনতার প্রতিরোধের মুখোমুখি হয়। রাস্তায় ফেলা গাছের বড় বড় গুড়ি সরিয়ে ক্ষুব্ধ পাকিস্তানি সেনারা সামনের দিকে অগ্রসর হয়ে ফুলতলা বাজারে এসে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। এলোপাতাড়ি গুলি চালিয়ে বহু মানুষ হত্যা করে। ঐ দিন তারা প্রায় ২০-২৫ জন মানুষকে ওখানে হত্যা করে।
***
On 27th March in 1971, a troop of Pakistani Army faced confrontation with the local people while coming from Jessore towards Khulna. The roads were blocked with logs and the Pakistani army removed them and move towards Phultala market. Then they started to fire aimlessly and killed numinous people. Around 20-25 people became martyred on that day.