ভৈরব নদীর তীরে ফরেস্টঘাটটি ছিলো ১৯৭১ সালে ঘাতকদের আর এক জল্লাদখানা। খুলনা জেলা জজের বাংলো সংলগ্ন এ ঘাটটি তখন বাগান পরিবেষ্ঠিত ছিলো। রাতের বেলা সাধারণ মানুষ এ পথ ধরে চলাচল করতো না। কেবল দিনের বেলা নদী পারাপার ও ঘাটের কাজে কিছু লোক এ ঘাট ব্যবহার করতো। তবে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের ভয়ে এ ঘাটের ব্যবহার বন্ধ হয়ে যায়। এটি তখন ঘাতকদের দখলে চলে যায়। এখানে ঘাট থাকায় নদীর কিনারা পর্যন্ত সহজে যাওয়া যেত বিধায় ঘাতকরা এ জায়গাকে জল্লাদ খানা হিসেবে বেছে নেয়। এখানে গড়ে প্রতিদিন ২০ জনকে (বিশজন) জবাই করে পেট চিরে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হতো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
***
Forestghat, situated on the banks of Bhairav river, was used as an extermination camp in 1971. As the place had an ease access to the river, Pakistani military and their collaborator made it their camp. They slaughtered 20 people (on average) per day in Forestghat camp and threw out the bodies in the river.