জুলাই মাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে খুলনা থেকে আগত ৬ জন ছাত্র রাজাকার বাহিনির হাতে ধরা পড়ে। তাদের তিনজনকে হত্যা করে রাজাকারেরা। কলারোয়া ফুটবল মাঠের দক্ষিনপাশে এই শহীদদের কবর দেওয়া হয়।
***
On July, 6 students from Khulna were arrested by the Razakar troop who (students) were coming to join in the liberation war. The Razakars killed 3 of them. The martyrs were buried on the south of the Kalaroa football field.