খালিশপুরের ভৈরব নদীর তীরে প্লাটিনাম জুটমিলের মধ্যে নানাভাবে নির্যাতন করে মানুষকে মেরে ফেলা হতো। মিলের জ্বলন্ত বয়লারে মানুষকে পুড়িয়ে হত্যা করা হতো। বর্বর এই হত্যাকাণ্ডে ৫৬ জন শ্রমিককে বিভিন্ন সময়ে পুড়িয়ে মারা হয়েছিলো বলে জানা যায়। এদের মধ্যে হারুন, হেমায়েত, হাসু মোল্লা ও আজিজের নাম পাওয়া যায়।এই বর্বর হত্যাকাণ্ডের বর্ণনা পাওয়া যায়, দৈনিক বাংলার ১৯৭২ সালের ১৭ ফেব্রুয়ারির সংখ্যায়।‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ ২০১৭ সালে এখানে একটি স্মৃতিফলক স্থাপন করেছে।
***
Platinum Jubilee - Khulna Jute Mill is situated on the banks of Bhairav river of Khalishpur. Pakistan army used ‘boiler’ of the mill to kill Bengali people. It is known that, at least 56 people (specially labors) were killed here by this method.A memorial has been established in Platinum Jubilee Jute Mill in 2017 by‘1971: Genocide-Torture Archive and Museum’.