১৯৭১ সালের ৭ মে পাকিস্তান সেনাবাহিনী পাবনা পুলিশ লাইন আক্রমন করে ৪০ জন বাঙালি পুলিশ সদস্যকে ধরে নিয়ে যায় ওয়াপদা পাওয়ার হাউজ নির্যাতন কেন্দ্রে। সেখানে তাঁদেরকে অমানুষিক নির্যাতন করে নিয়ে যাওয়া হয় পাবনা শহরের নিকটে অবস্থিত বালিয়াহালট গোরস্থানের পাশে। এখানে এই ৪০ জন পুলিশ সদস্যকে বেয়নেট চার্জ করে এবং গুলি করে হত্যা করে।
***
On 7 May, the Pakistan army attacked a Pabna police line and arrested 40 Bengali policemen and took them to Wapda Power House torture center. Then they were taken to Baliyahalot graveyard. Those 40 policemen were charged bayonets and killed.