পুলিশলাইন বধ্যভূমি, পাবনা
১৯৭১ সালের ১১ এপ্রিল পাকিস্তানি সৈন্য যখন পাবনা শহরে হানা দেয় তখন পুলিশ বাহিনীর দশ বারোজন সদস্য পুলিশলাইনে অবস্থান করছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী পাবনা শহরে ঢুকেই প্রথমে পুলিশ লাইনে আক্রমণ করে। এদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্য নিহত হন এবং বাকিরা পালাতে সক্ষম হন। এদিন সেখান থেকে নরপিশাচরা সমস্ত পাবনা শহরকে মৃত্যুপুরীতে পরিণত করে।
Ten or twelve members of the police force were stationed in the police line when the Pakistani army raided Pabna city on 11 April 1971. As soon as the Pakistani invaders entered Pabna city, they first attacked the police line. Some of them were killed and others escaped. From there the Pakistani army turned the whole Pabna into a city of death.