পুলিশলাইন গণহত্যা, পাবনা
১৯৭১ সালের ১১ এপ্রিল পাকিস্তানি সৈন্য যখন পাবনা শহরে হানা দেয় তখন পুলিশ বাহিনীর দশ বারোজন সদস্য পুলিশলাইনে অবস্থান করছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী পাবনা শহরে ঢুকেই প্রথমে পুলিশ লাইনে আক্রমণ করে। এদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্য নিহত হন এবং বাকিরা পালাতে সক্ষম হন। এদিন সেখান থেকে নরপিশাচরা সমস্ত পাবনা শহরকে মৃত্যুপুরীতে পরিণত করে।