পুলুম বাজার ক্যাম্প নির্যাতন কেন্দ্র
পুলুম বাজারের পাশে একটি ভাঙ্গা দালান এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দালানের কাছে গেলে এখনও আর্ত মানুষের চিৎকার অনুভব করা যায়। ১৯৭১ সালে এই দালানে বিহারীরা বসবাস করতো। এই বাড়িকেই রাজাকার আলবদর বাহিনী নির্যাতন ক্যাম্প বানায়। বিভিন্ন স্থান থেকে বিপন্ন মানুষকে ধরে এনে এখানে অমানুষিক নির্যাতন করা হতো। পরবর্তীতে কাউকে ছেড়ে দেয়া হতো কাউকে মেরে ফেলা হতো। স্থানীয় অধিবাসীরা বললেন যে এই এলাকায় রাজাকাররা নির্মম নির্যাতন চালিয়েছে। বিভিন্ন বাড়ি থেকে গরু ছাগল ধরে এনে জবাই করে খেয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে।
Pullum Market Camp, Magura
A broken building adjacent to Pullum Bazaar still stands witness to the time. People can still feel the pain and scream of the tortured people. In 1971, Biharis use to live in this building. The Razakar al-Badr forse set up torture camp here. People from various places were captured and were tortured here. Local residents said that the Razakars perpetrated acute brutality in the area. They looted cattles and set home on fire.