পুরানো শালিখা থানা চত্তর বধ্যভুমি
আড়পাড়ায় পাকিস্তানি বাহিনী ক্যাম্প প্রতিষ্ঠা করার ৩ দিন পর পাকিস্তানি সেনারা শালিখা থানায় ক্যাম্প প্রতিষ্ঠা করে। এই ক্যাম্পটি একই সাথে একটি বধ্যভূমি। এখানে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে নিরীহ মানুষ ধরে এনে থানার পাশে চিত্রা নদীর তীরে অবস্থিত তালগাছ তলায় গুলি করে হত্যা করে নদীতে ভাসিয়ে দিত। আগস্ট মাসে হাজরাহাটির কওছার, শতপাড়ার আলতাফ হোসেনকে ও শরশুনা থেকে আরও ৭ জনকে রাজাকাররা ধরে আনে। সকলকে একসাথে শালিখা থানার পাশে নিয়ে গুলি করে হত্যা করে চিত্রা নদীতে ভাসিয়ে দেয়।
Old Shalikha Poilice Station Killing Site, Magura
The Pakistani army set up camp in Salikha police station Arpara after 3 days of setting up camp at Arpara. At the same time, this camp was a mass killing site. They used to bring innocent people from different villages here and shot them on the bank of the Chitra River. The Pakistani army and Razakar killed 7 people and floated them in the Chitra River.