১৯৭১ সালে পারকুমিরা ছিল প্রায় হিন্দু অধ্যুষিত এলাকা। বর্তমানে স্থানটি ব্যক্তি মালিকানাধীন। মেহগনি ও তাল গাছ লাগানো তার মধ্যবর্তী স্থানে লম্বা ছোট খাল ছিল তার ভিতরে লাশগুলো দীর্ঘদিন পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন এসে লাশগুলো মাটির নীচে চাপা দেয়। বর্তমানে জমিটা অনাথ বিশ্বাসের দখলে।
***
In 1971, Perkumira was nearly a Hindu inhabitant area. Presently, the place is owned by a person. There was a long canal between the Mahogany and the palm trees and dead bodies were left here for many days. Later, locals buried the bodies under the ground. At present, the land is in the possession of the Anath Biswas.