পবহাটী ঘোষপাড়া গণহত্যা: ঝিনাইদহ
ঝিনাইদহ শহর থেকে আনুমানিক ৩ কিলোমিটার দূরে পবহাটী গ্রামের ঘোষপাড়ায় ২১শে মে স্থানীয় বিহারি এবং রাজাকার মিলে গণহত্যা চালায়। এই গণহত্যায় রামগোপাল ঘোষ, তারাপদ ঘোষ (৬০), নিরাপদ ঘোষ (৫৮), দুর্গাপদ ঘোষ (৪৫) , হারান ঘোষ (৬০), তারাপদ ঘোষ (৫৫),ও গদাধর ঘোষ সহ আরো অনেকেই নিহত হন।