পাবনা সার্কিটহাউজ নির্যাতন কেন্দ্র, পাবনা
পাবনা শহরের বিভিন্ন নির্যাতন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ছিলো সার্কিট হাউজের গ্যারেজ। যুদ্ধের সময় পাকবাহিনীর বড় বড় অফিসাররা এখানে রাত্রিযাপন করতো। আর অন্যদিকে পাবনা শহরের বিভিন্ন স্থান থেকে নিরীহ বাঙালিদের ধরে এনে সার্কিট হাউজের পেছনের গ্যারেজে আটকে নির্যাতন করা হত। এই গ্যারেজ ছিল পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের টর্চারসেল। পরে তাদেরকে বিসিকের ভেতরের ফাকা মাঠে নিয়ে গুলি করে হত্যা করে মাটিতে পুতে রাখতো।
The circuit house garage was one of the main torture centers in Pabna. During the war, the senior officers of the Pakistani army used to spend the night here. On the other hand, innocent Bangalis from different parts of Pabna were caught and tortured in the garage of the circuit house. This garage was a torture cell of the Pakistani army and its allies. Later, the tortured people taken to the empty field inside BSCIC, shoot them and put them on the ground.