পিপড়াডাঙ্গা গণহত্যা
পাকিস্তানী বাহিনীর একটি দল কালীগঞ্জ বাজারে গানবোট থেকে নেমে পিঁপড়াডাঙ্গার পথ ধরে খাশেরহাট বাজারের দিকে এগিয়ে যায়। যাকে সামনে পায় তাকেই গুলি করতে থাকে। নারী পুরুষ নির্বিশেষে তারা এখানে গণহত্যা চালায়। একে একে সখীচরণ প্রামাণিক, ইন্দুভূষণ মল্লিক, দেবেন্দ্রনাথ মল্লিককে, নারায়ণচন্দ্র মন্ডল, যোগেন্দ্রনাথ গুহ, অমর গুহ, ছবি রাণী গুহ এবং রাধাকান্ত গাইনকে গুলি করে হত্যা করে তারা। পাকিস্তানী বাহিনী শারিরীকভাবে নির্যাতন করে শরৎ মন্ডলের কন্যা সুনীতি মন্ডল এবং হেমন্ত কুমার মন্ডলের স্ত্রী ল´ী রাণী মন্ডলকে। পাকিস্তানী বাহিনী শেল নিক্ষেপ করে নগেন্দ্রনাথ বড়ালের বাড়িসহ অনেকগুলো বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং খাশেরহাট বাজার, চরবানিয়ারি স্কুল ও স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার রায়ের বাড়িসহ আরো কয়েকটি বাড়ি ধ্বংস করে।
A group of the Pakistani troops got down from the gunboat at Kaliganj Bazar and proceeded towards Khasherhat Bazar via Pimpradanga. They killed people randomly. They carry out genocide here irrespective of men and women. One by one, killed Sakhicharan Pramanik, Indubhushan Mallick, Debendranath Mallick, Narayan Chandra Mandal, Jogendranath Guhu, Amar Guhu, Photo Rani Guhu and Radhakanta Gain. They physically tortured Suniti Mandal, daughter of Sarat Mandal and Lady Rani Mandal, wife of Hemant Kumar Mandal. They threw bomb shells and set fire to several houses, including Nagendranath Baral's house, and destroyed several other houses with Khasherhat Bazar, Charbaniari School and Prafulla Kumar Roy's house.