পিপড়াডাংগা বধ্যভূমি
২০ জুন ১৯৭১ পাকিস্তানি বাহিনী চিতলমারী আক্রমণ করেছিল তিনদিক থেকে। একটি গানবোট আসে পিরোজপুর থেকে। এটি চিতলমারীর কালিগঞ্জ বাজারে এসে ভেড়ে। পাকিস্তানি বাহিনীর এই দলটি পিঁপড়াডাঙ্গা গ্রামের মদ্য দিয়ে এগিয়ে যায়। যাওয়ার সময় তারা হত্যাকাণ্ড সংগঠিত করে। একই সময়ে অনেক নারী পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিতও হয়েছিল।
On 20 June 1971, the Pakistani forces attacked Chitalmari from three directions. Then a gunboat came from Pirojpur. This group of Pakistani forces advanced through Pimpradanga village. On the way, they perpetrated a huge genocide. At the same time, many women were tortured by the Pakistani forces.