নড়াইল জেলার তুলারামপুর গ্রামটি ছিল তৎকালীন নড়াইল মহকুমার প্রবেশদ্বার। তাই মুক্তিবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করে বিভিন্ন অপারেশনের পরিকল্পনা করত। ঐ গ্রামের বাসিন্দারাও মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করত। তেমনি একটি পরিবার ছিল তরফদার পরিবার। এই পরিবারের সদস্যরা শুধু মুক্তিযোদ্ধাদের আশ্রয়ই দেয়নি, তারা যুদ্ধেও অংশ নিয়েছিল। এই খবর স্থানীয় পিস কমিটির চেয়ারম্যান ও তার সহযোগীরা হানাদারদের নিকট পৌঁছে দেয়। ১৭ জুলাই ভোরে হানাদাররা তরফদার বাড়িতে যায়। তাদের সাথে সোলায়মান মোল্ল্যা ও তার সহযোগীরাও ছিল। তারা তরফদার বাড়ি ও গ্রামের অন্যান্য বাড়ি থেকে ২৫-২৮ জনকে চোখ বেধেঁ টেনেহিচড়ে পানি উন্নয়ন বোর্ডে নিয়ে তিন দিন আটকে রেখে নির্মম অত্যাচার চালায়। তাদের মধ্য থেকে ৮ জন বাদে বাকিদের ছেড়ে দেয়া হয়। ২০ জুলাই এই ৮ জনকে পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিম কোণে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের দিয়েই কবর খোড়ানো শেষে তাদের হাত-পা বেঁধে কবরে নামিয়ে গুলি করে জীবিত অবস্থায় মাটিচাপা দেয় নরপশুরা।
***
Tularampur village was the gateway of Narail district. Muktibahini used to stay in this village and plan various operations. Villagers used to help freedom fighters in various ways. Tarafdar family was one of them who used to help Muktibahini. Not only did the family provide shelter to freedom fighters, they also participated in the war. Chairman of local Peace Committe leaked the news of Tarafdar family to Pakistani Army. Pakistani Army attacked the house of Tarafdar on 17th July. They abducted 25-28 people from Tarafdar family and nearby houses. Pakistani and Razakars tortured them brutally. They released some of them, but kept 8 people in the Water Development Board torture center. On 20th July, Pakistani Army exterminated remaining 8 persons. They were buried in the northwest corner of Water Development Board.